সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের

আপডেট: অক্টোবর ৩, ২০১৬, ১১:৫২ অপরাহ্ণ

2nd lead
সোনার দেশ ডেস্ক
একদিন বিরতি দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি। আর আগামী ৭ অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এদিন অনুশীলন শেষে টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি জানান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, ‘ইংল্যান্ড আফগানিস্তানের চেয়ে অনেক ভালো দল। তাদের সঙ্গে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। আশা করছি, আমরা যেহেতু ছয়টি সিরিজ টানা জিতেছি। আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামব।’
আফগানিস্তানের বিপক্ষে শুরুর দুটি ম্যাচে কোনঠাসা ছিল বাংলাদেশ। অন্য সবার মতোই মোসাদ্দেক এই বাজে ক্রিকেট খেলার কারণ হিসেবে উল্লেখ করেছেন দীর্ঘ বিরতিকে, ‘দীর্ঘ ৯-১০ মাস পর ওয়ানডে খেলতে নেমেছিলাম বলেই প্রথম দুই ম্যাচে আমাদের  সমস্যা হয়েছিল। শেষ ম্যাচে আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। এটা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক যে ইংল্যান্ড সিরিজের আগেই আমরা আমাদের স্বাভাবিক খেলায় ফিরতে পেরেছি।’
নিজেদের কন্ডিশনে বাংলাদেশই ফেভারিট বলে মনে করেন মোসাদ্দেক। রোববার ইংলিশ অধিনায়ক জস বাটলারও বাংলাদেশকে এগিয়ে রেখেছিলেন। যদিও তিনি বলেছিলেন দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবেন তারা। তারপরও আত্মবিশ্বাসী মোসাদ্দেকের কণ্ঠ, ‘আমাদের কন্ডিশনে আমরা অনেক ফেভারিট। আমি বিশ্বাস করি এই কন্ডিশনে আমাদের পক্ষে ভালো খেলা সম্ভব।’-বাংলাট্রিবিউন