মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
উড়ছিলেন ডেভিড মিলার, ওয়ানডেতে সবশেষ তিন ইনিংসে তার সেঞ্চুরি দুটি। যার সবশেষটি করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ডারবানের ওই ম্যাচটিই আবার দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে ছিটকে দিয়েছে সিরিজ থেকে। আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে আর খেলা হচ্ছে না মিলারের।
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান মিলার। ইনিংসের অষ্টম ওভারে ক্যাচ ধরতে ডাইভ দিলে পান আঘাত, যাতে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। গোটা ম্যাচে আর মাঠে নামতে পারেন নি এই ব্যাটসম্যান। শুধু ওই ম্যাচ নয়, এখন সিরিজের বাকি ম্যাচগুলোতেও খেলা হচ্ছে না মিলারের। তার আঙুলে সেলাই করতে হচ্ছে, যাতে মাঠের বাইরে থাকে হবে এক সপ্তাহ থেকে ১০ দিন। ডারবানের ওয়ানডেতে মিলার খেলেছেন হার না মানা ১১৭ রানের ইনিংস। পঞ্চম উইকেটে ফাফ দু প্লেসিসের সঙ্গে তার গড়া ১১৭ রানে জুটিতেই বড় সংগ্রহ দাঁড় করে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি ১২১ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।
দুর্দান্ত ছন্দে থাকা মিলারের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করে নি প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকিটা খেলতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন তিনি। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৭ ফেব্রুয়ারি। ক্রিকইনফো, বাংলা ট্রিবিউন