মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক পুরস্কার বিতরণ এবং ডি এন ব্যানার্জী মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহীর অব. প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী । সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শিশির কুমার উপাধ্যায়।
প্রসঙ্গত, ১৯ মার্চ ২০০৮ দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার উন্নতিকল্পে তার পেনশনের টাকা থেকে এক লক্ষ টাকা স্কুলে দান করেন।
ওই টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে সেই টাকার লভ্যাংশ দিয়ে এই বিদ্যালয়ের শ্রেণি ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রথম স্থান অধিকারী ছেলেদের প্রতিবছর এক হাজার করে টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ বছর বৃত্তি দাতা দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী স্বয়ং অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রদের মাঝে বৃত্তির টাকা স্বহস্তে প্রদান করেন।