সিলেটে বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

আপডেট: মার্চ ২৬, ২০১৭, ১২:৪০ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযান চলার মধ্যে কাছের একটি জায়গায় দুই দফা বিস্ফোরণে পুলিশের এক পরিদর্শকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
ওই জঙ্গি আস্তানার এক কিলোমিটারের মধ্যে পাঠানপাড়ায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
নিহতরা হলেন- পুলিশ পরিদর্শক চৌধুরী মো. কয়সার এবং কলেজছাত্র অহিদুল ইসলাম অপু।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রুকনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই অপুর মৃত্যু হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় পরিদর্শক কয়সার মারা যান।
কয়সার সিলেট আদালত পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
শিববাড়ির ওই জঙ্গি আস্তানা প্রায় ৩০ ঘণ্টা ঘিরে রাখার পর শনিবার সকালে সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনী। ওই অভিযান নিয়ে সন্ধ্যায় ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সাংবাদিকদের ব্রিফ করার ঘণ্টাখানেকের মধ্যে কাছের পাঠানপাড়ায় বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায় বলে ওই সময় সেখানে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমেদ জানান।
শিববাড়ির মূল সড়ক থেকে ওই জঙ্গি আস্তানার দিকে যে রাস্তাটি গেছে, তার কাছেই এই বিস্ফোরণ ঘটে বলে জানান তিনি।
কীভাবে এই বিস্ফোরণ সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে বিস্ফোরণে আহত গুলজার আহমেদ ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযানের খবর নিতে আসা তারা কয়েকজন ওই জায়গায় ছিলেন।
“লুঙ্গি পরা এক লোক হাতে একটি কালো পলিথিন নিয়ে আসে। কয়েকজন তাকে আটকে পলিথিনে কী আছে জানতে চাইলে সে বলে, ‘লাল শাক’। এর পরপরই একটি বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ থেকে ছয়জন আহত হন।
“এরপর পুলিশ ও র‌্যাব এলে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ২৫ জনের মতো আহত হন।”
বিস্ফোরণস্থলে ক্ষতিগ্রস্ত একটি মটরসাইকেল পড়ে থাকতে দেখার কথা জানান মঞ্জুর আহমদে।- বিডিনিউজ