সিসিবিভিও’র আয়োজনে কাঁকনহাটে নেটওয়ার্কিং বিষয়ক কর্মশালা

আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ৯:৫২ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানির সহায়তায় ‘রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় গ্রাজুয়েশন পর্যায়ের মোট ১০টি রক্ষাগোলা সংগঠনের সর্বমোট ২০ জন নেতৃবৃন্দের অংশগ্রহণে গোদাগাড়ী উপজেলার কাকনহাটে সিসিবিভিও শাখা কার্যালয়ে দুই দিনব্যাপী রক্ষাগোলা নেতৃবৃন্দের নেতৃত্ব উন্নয়ন, নারী বান্ধব সংগঠন অনুশীলন, সম্পদে নারীদের অভিগম্যতা ও মালিকানা এবং নেটওয়ার্কিং বিষয়ক কর্মশালার ১ম দিনের কার্যক্রম শুরু হয়। উক্ত কর্মশালায় আলোচ্য সূচি ছিল ‘রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সম্পর্কে, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নেতৃত্ব কেমন হওয়া উচিৎ, সামাজিক ঐক্য সংহত করা, পরিকল্পনা কিভাবে করতে হবে’।

কর্মশালা পরিচালনা ও সঞ্চালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী। সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, উর্ধ্বতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, সমাজ সংগঠক মানিক এক্কা এবং সার্বিক সহযোগতিা করেন সিসিবিভিও’র সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত।

এ বিভাগের অন্যান্য সংবাদ