শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় গ্রাজুয়েশন পর্যায়ের ১০টি রক্ষাগোলা সংগঠনের ২০ জন নেতৃবৃন্দের অংশগ্রহণে গোদাগাড়ী উপজেলার কাকনহাটে সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী জেন্ডার ও নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আলোচ্য সূচি ছিল ‘জেন্ডার ও সেক্স এবং জেন্ডার বৈষম্য, পারিবারিক ও রক্ষাগোলা সংগঠন পর্যায়ে জেন্ডার ভূমিকা, সমাজের কাজে নারী কী কী ভূমিকা রাখতে পারে, নারী উন্নয়ন কমিটির কাজের পরিকল্পনা”।
কর্মশালায় সহায়ক ছিলেন সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম ও নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী। কর্মশালাটি পরিচালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী এবং সার্বিক সহযোগিতা করেন সমাজ সংগঠক ইমরুল সাদাত।