মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
জেসমিন নাহার
ফিরবার পথ নাই। তাই পালানোর চেষ্টা বৃথা
বরং তোমার কোলে মাথা রাখি, পথের কাঁটা সরিয়ে
পরিয়ে, চোখের পাতায় তরজমার জীবন
পিঠে, লাগিয়ে প্রেমের পাখা
উড়াল পুরের মানচিত্রে একটি ঠিকানা আঁকি
যেখানে আছে ঘন অন্ধকার আর তোমার আলো