সীমান্তে আড়াই কেজি হেরোইন জব্দ

আপডেট: জানুয়ারি ২৮, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আলাদা দুটি অভিযান চালিয়ে আড়াই কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল উপজেলার সিঅ্যান্ডবি মোড় এলাকায় অভিযান চালিয়ে এক কেজি হেরোইন জব্দ করে। এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ভারতীয় সীমান্ত পিলার ৩৪/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে বকচর পদ্মা নদীর পাড়ে অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইন জব্দ করে। হেরোইনগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এসব হেরোইন জব্দ করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ