বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
সীমান্তে বিএসএফ কর্তৃক অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর সাহেববাজার জিরােপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মোনাজাত করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি মো. ইলিয়াস হােসেন। মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন রাজশাহী জেলা সভাপতি মো. জহুরুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শোয়াইব ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী নগর শাখার সভাপতি শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি মো. তারিফ উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের রাজশাহী জেলা শাখার সভাপতি মো. মুরশিদ আলম, ইশা ছাত্র এ মোহাম্মদ আলী প্রমুখ।