সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস আজ

আপডেট: মে ১৩, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুদিবস আজ। ১৯৪৭ সালের ১৩ মে পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমে যক্ষায় আক্রান্ত হয়ে যাদবপুর টিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান। ১৯২৬ সালের ১৬ আগস্ট কলকাতার মাতুতালয়ে জন্ম নেয়া এই কবির পৈতৃক নিবাস ছিল ফরিদপুর (বর্তমানে গোপালগঞ্জ) জেলার কোটালিপাড়ায়। আশৈশব মাতৃহীন কবি সুকান্ত জেটতুতো বোন রানীর হাতেই পালিত।

মাত্র ৯ বছর বয়সে তাঁর কাব্য পরিচয় পাওয়া যায়। সুকান্তের কবি প্রতিভা ছিল কিন্তু ছাত্র হিসেবে মোটেও ভাল ছিলেন না। দু’দুবার প্রবেশিকা পরীক্ষা দিয়েও তিনি পাস করতে পারেন নি। তিনি সাম্যবাদের দিকে ঝুঁকে পড়েন এবং ভারতের কমিউনিস্ট পর্টির সক্রিয় সদস্য হন।

১৯৪৩ সালে দুর্ভিক্ষের সময়ে কবি সুকান্ত ধনী ও পুঁজিবাদের হৃদয়হীনতার বিরুদ্ধে কিশোর বাহিনী গড়ে তুলেছিলেন। ছড়ার কবি হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
ঘুম নেই, ছাড়পত্র, পূর্বাভাস সুকান্তের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

এ বিভাগের অন্যান্য সংবাদ