সুনিল গোমেজ হত্যার মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীরের চারদিনের রিমান্ড মঞ্জুর

আপডেট: এপ্রিল ৭, ২০১৭, ১২:৪৪ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরের বড়াইগ্রামে খ্রিষ্টান মুদি ব্যবসায়ী সুনিল গোমেজ হত্যার মূল পরিকল্পনাকারী জেএমবি সদস্য জাহাঙ্গীর হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মনিরুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। আটক জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী গাইবান্ধা জেলার সাঘাটা থানার পূর্ণভুতপাড়া গ্রামের ওসমান গণির ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই জানান, ২০১৬ সালের ৫ জুন দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিষ্টান পল্লির মুদি ব্যবসায়ী সুনিল গোমেজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর সন্ধ্যায় মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন আইএস হত্যাকা-ের দায় স্বীকার করে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে নিহত সুনিল গোমেজের মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেনকেও গত ৩ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা থানার পূর্ণভুতপাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মনিরুজ্জামানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই। শুনানি শেষে আদালতের বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ