সুনীতাকে ফেরানোর সঠিক পরিকল্পনা দিলেই মিলবে ২০ হাজার মার্কিন ডলার!

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ২:৩৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মহাকাশে আটকে পড়েছেন সুনীতা উইলিয়ামস। তাকে সেখান থেকে পৃথিবীতে ফিরিয়ে নিতে আসতে হবে। এজন্য দরকার সঠিক পরিকল্পনা। যদি কেউ এই সঠিক পরিকল্পনা তৈরি করতে পারে তাহলে ২০ হাজার মার্কিন ডলার পুরষ্কার দেবে নাসা। নাসার পক্ষ থেকে বলা হয়েছে চাঁদের সামনে যে মহাকাশযানে সুনীতা উইলিয়ামস আটকে পড়েছেন তাকে মাটিতে ফিরিয়ে নিয়ে আসাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ।

এই কাজ করতে হলে যে পরিকল্পনা দরকার সেটা হতে হবে ফুল প্রুফ। নাসা বর্তমানে সেই কাজেই ব্যস্ত রয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে আগামী বছরের শুরুর দিকেই পৃথিবীর মাটি স্পর্শ করতে পারেন সুনীতা। তবে তার আগে এই পুরষ্কারের নামে একটি প্রতিযোগিতার আয়োজন করল নাসা। যার পরিকল্পনা সবথেকে বেশি পছন্দ হবে তাকে শুধু আর্থিক পুরষ্কারই নয়, দেওয়া হতে পারে নাসার সঙ্গে কাজের সুযোগও।

সুনীতা উইলিয়ামস যেভাবে মহাকাশে দিন কাটাচ্ছেন সেদিকে নজর রেখে তৈরি করতে হবে এই ছক। যদি কোনও মহাকাশচারী আগামীদিনে এই ধরণের সমস্যার সম্মুখীন হয়ে যান তাহলে তার বিকল্প কী হবে সেটাও জানাতে হবে এই পরিকল্পনায়। যে ব্যক্তি বিজয়ী হবেন তাকে গোটা পরিকল্পনাটি একটি প্রোজেক্টরের মাধ্যমে তুলে ধরতে হবে।

যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা নিজেদের নাম প্রথমে হিরো এক্স পোর্টালে গিয়ে নথিভুক্ত করতে পারবেন। এরপর নাসার পক্ষ থেকে সেই ব্যক্তিকে তার পরিকল্পনাটি সাবমিট করার অপশন দেওয়া হবে।

এই প্রতিযোগিতার সময়সীমা রয়েছে আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর নাসার বিজ্ঞানীরা সমস্ত সাবমিট করা পরিকল্পনাগুলি খতিয়ে দেখবেন। তাদের মধ্যে যেটি তাদের সেরা বলে মনে হবে তাকে নাসার অফিসে ডাকা হবে।

সেখানে তিনি সেই পরিকল্পনার কথা তুলে ধরবেন। যদি সেটি সঠিক হয় তাহলেই মিলবে এই বিরাট অর্থমূল্য। এখানেই শেষ নয়, যদি নাসা মনে করে তাহলে সেই ব্যক্তি নাসায় চাকরির সুযোগও পেতে পারেন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version