সুবিধাবঞ্চিত শিশুদের পাশে লফস

আপডেট: মার্চ ১৩, ২০১৭, ১২:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



সুবিধাবঞ্চিত একশ শিশুকে শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রী উপহার দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)। গতকাল রোববার সকালে জেলার পবা উপজেলার মলি¬কপুর গ্রামের শিশুদের মাঝে এসব বিতরণ করা হয়।
দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ‘শিশু শিক্ষা ও সচেতনতা কর্মসূচি’ প্রকল্পের অন্তর্ভুক্ত দুইশ শিশুর মধ্যে একশ জনকে এই সহায়তা করা হলো। উপকরণ বিতরণ অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন লাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে লফসের কার্যনির্বাহী সদস্য সেকেন্দার হোসেন, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, সুপারভাইজার সুলতানা রিজিয়া, উন্নয়ন কর্মী ইসমত আরা প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ