সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :বেসরকারি উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার-লফস এর উদ্যোগে হরিয়ান ইউনিয়নের মল্লিকপুরে শিক্ষাসহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির আওতায় উপকারভোগি ১শো শিশুর মাঝে শিক্ষা উপকরণ (খাতা-কলম) বিতরণ করা হয়। অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন শিক্ষা উপকরণ বিতরণ করেন। তিনি বলেন, শিশুরা আমাদের ভবিষ্যত।
তাদের পড়াশুনা করে মাথা উঁচু করে সমাজের প্রতিষ্ঠা লাভ করতে হবে। তিনি গত বার্ষিক পরীক্ষা যারা ভালো ফলাফল করেছে সকলকে পুরুস্কৃত করা হেবে বলে জানান। এই পুরুস্কার পড়াশুনায় মনিযোগি হয়ে ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করবে। এছাড়া তিনি লেখাপড়ার পাশাপাশি ধেলাধুলা করার আহবান জানান। শিক্ষা উপকণ বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন ও চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল সহ অন্যরা উপস্থিত ছিলেন।