সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নবজাগরণ ফাউন্ডেশনের ইদ উপহার

আপডেট: মার্চ ২৬, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ

সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নবজাগরণ ফাউন্ডেশনের ইদ উপহার

রাবি প্রতিবেদক:


বছর ঘুরে অনাবিল আনন্দের জোয়ার নিয়ে আসে ইদ। সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুকে ইদের নতুন পোশাক উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন। সোমবার (২৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই ইদ উপহার বিতরণ করেন সংগঠনটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, নবজাগরণ ফাউন্ডেশনের এই ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়। রাবি প্রশাসন আয়োজকদের এই ইদ উপহার বিতরণ অনুষ্ঠানকে বরাবরই উৎসাহ প্রদান করে।

ফাউন্ডেশনের সভাপতি মো. অলিউল ইসলাম বলেন, প্রতি বছরই আমরা সুবিধাবঞ্চিত শিশুদের ইদের নতুন জামা দিয়ে থাকি। এবারও আমরা ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা দিলাম। শিশুদের মুখে হাসি ফোটাতেই মূলত আমাদের এই আয়োজন। আর তাদের এই হাসিমুখ দেখতে এমন আয়োজন বারবার করতে চাই।

সাধারণ সম্পাদক মিতুল হাসান মাহিন বলেন, ইদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই প্রচেষ্টায় যারা সহযোগিতা করেছে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মিম ইসলাম এবং কাওসার আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিমুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক রুকসানা বেগম, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা কল্পনা রায় ভৌমিক, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা খালিদ হাসান এবং শামীমা আফরোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাসেল সরকার, সাবেক সাধারণ সম্পাদক নুর জাহান দোলন, সাবেক সহ-সভাপতি রওশন ইসলাম, ও সাবেক সহ-সভাপতি হেমা আক্তার ইভা।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল রাবি ছাত্র উপদেষ্টা দপ্তর। এছাড়া সহযোগিতায় ছিলো বাংলা টিফিন।
উল্লেখ্য, গত ১২ বছর ধরে নবজাগরণ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবামূলক কর্মকা- পরিচালনা করে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ