মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ইদুল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় মানবিক কর্মসূচীর আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও স্ক্যান বাংলাদেশ এর সহযোগিতায় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদ উপহার (সেমাই) বিতরণ করা হয়। ইদ উপহার বিতরণকালে সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, সমন্বয়কারী চম্পা খাতুন, প্রোগ্রাম অফিসার মেহেদি হাসান, অফিস সহকারী টুম্পা পাল সহ উপকারভোগী শতাধিক শিশু উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালক বলেন সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে ঈদ উপহার তুলে দিতে পেরে ভালো লাগছে। তিনি অসহায় দরিদ্র জনগোষ্ঠির পাশে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের সহযোগিতার আহবান জানান।