মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা তিনটায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত সুরেন্দ্রনাথ সরদারের ১২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুরেন্দ্রনাথ সরদারের শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় আদিবাসী পরিষদের সকল শহিদ ও প্রয়াত নেতাকর্মীদের আত্মার মঙ্গল কামনায় এক মিনিট বিরবতা পালন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি।
সভায় বক্তব্য রাখেন রবিন হেম্ব্রম, সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখা। সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগর কমিটির সভাপতি মুকুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক ছোটন সরদার। বক্তব্য রাখেন সুসেন কুমার শ্যামদুয়ার, ললিন সরদার প্রমুখ। প্রয়াত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের শ্রদ্ধান্জলি ও স্মরণ সভায় বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।