সেই ওসির ঘুষ দাবির ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


চারঘাট থানার ওসি মাহবুবুল আলমের ৭ লাখ টাকা ঘুষ দাবির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে জেলা পুলিশ সুপার সাইফুর রহমান। রোববার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সুপারের এক আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আশরাফকে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, চারঘাট সার্কেলের উপ-অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া সেলের মুখপাত্র এবং তদন্ত কমিটির সদস্য রফিকুল আলম বলেছেন, তিনি সদস্যের কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে ভুক্তভোগিসহ প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য গ্রহন করা হবে।