শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
এ যেনো মারলন স্যামুয়েলসের অনুকরণ! গত বছর গ্রেনাডা টেস্টে ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস আউট হওয়ার পর তাকে ব্যঙ্গাত্মক স্যালুট দিয়ে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। এবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও এমনটি করে দেখালেন সাকিব আল হাসান।
নিজের ৪২.৩ ওভারে আগ্রাসীভাবে ব্যাট করতে থাকা বেন স্টোকসকে বোল্ড করার পরই বেন স্টোকসের দিকে স্যালুট দিয়ে দাঁড়ান সাকিব আল হাসান। হয়তো স্যালুটের আলাদা কোনও মানেই দাঁড় করিয়েছেন তিনি।
কারণ ওয়ানডেতে বাটলার কা- তাতিয়ে দিয়েছিল ইংলিশদের। ম্যাচ শেষে করমর্দনের এক পর্যায়ে তামিমের দিকে তেড়েফুঁড়েই যাচ্ছিলেন এই বেন স্টোকস। আর সেসময় তামিমকে নিবৃত করেছিলেন এই সাকিবই। তখন হয়তো সুযোগের অপেক্ষায় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, জবাবটা মাঠেই দেবেন! শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে স্যালুট দিয়ে জবাবটা দিয়েই দিলেন সাকিব।
অবশ্য এমন উদযাপনের পর সামাজিক যোগাযোগের মাধ্যমেও দেখা গেছে এর প্রভাব। দ্বিতীয় টেস্ট জয়ের পর অনেকেই এই ছবি দিয়ে ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। হয়তো ইংলিশদের প্রতি নীরব বার্তাই দিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা! কী সেই বার্তা? বাংলা ট্রিবিউন