বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে অটোরিকশা, রিকশা ও তিন চাকা বিশিষ্ট যানবহনকে টোলমুক্ত করার দাবিতে টোলঘরের সামনে সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সড়ক অবরোধ করে তারা। বেলা ৩টা পর্যন্ত সড়ক অবরোধ ছিল। এসময় টোল প্লাজা ঘেরাও করে অটোরিকশা চালকরা।
কয়েক ঘণ্টা সড়কে অবস্থান নেয়ায় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ সড়কে দীর্ঘ কয়েক কিলোমিটার জুড়ে যানযট দেখা যায়। এসময় হেঁটে সেতু পারাপার হন যাত্রীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনী। তবে দাবী মেনে না নেয়ায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে অটোরিকশা চালকরা।
অটোরিকশা চালকরা জানান, সেতুতে যাত্রীবাহী অটোরিকশায় ৫ টাকার বদলে ১০ টাকা টোল আদায় করা হচ্ছে। এমনকি খালি গাড়িতেও টোল নিচ্ছে তারা। খালি গাড়িতে টোল না দিলে বা দিতে অস্বীকৃতি জানালে মারধর, অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেয় টোল আদায়কারীরা। তাই বাধ্য হয়েই সড়ক অবরোধ করে টোলমুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে তারা৷
আন্দোলনকারী অটোরিকশা চালকরা আরও বলেন, গত কয়েকদিন ধরে কয়েকজন চালককে বেধড়ক মারধর করেছে। এমনকি খালি গাড়িতে টোল দিতে অস্বীকৃতি জানালে গাড়ির চাবি কেড়ে রেখে দেয় টোল আদায়কারীরা। দীর্ঘদিনের এই জুলুম-নির্যাতনের শিকার হয়েছে অটোরিকশা চালকরা। রিকশা, অটোরিকশা ও তিন চাকা বিশিষ্ট যানবহনে টোলমুক্ত না করলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন অটোরিকশা চালকরা।
এবিষয়ে সেতুটির ইজারাদার হাম্মাদ আলী জানিয়েছেন, তারা বৈধভাবে সরকারি নির্দেশনা মোতাবেক ভ্যাটসহ সরকারকে রাজস্ব প্রদান করে সেতু ইজারা নিয়েছেন। অটোরিকশা চালকদের দাবির প্রেক্ষিতে টোল আদায় বন্ধ করলে আমরা ক্ষতিগ্রস্থ হব।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরে সাময়িক সময়ের জন্য তিন চাকা বিশিষ্ট যানবহন ও অটোরিকশায় টোল আদায় বন্ধ করা হয়। পরবর্তীতে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসে এর স্থায়ী সমাধান করা হবে।