রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
সজনী মহিলা কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় এবং যুব উন্নয়ন অধিদফতরের সহযোগিতায় যুব নারীদের সপ্তাব্যাপি সেলাই প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরীর মথুরডাঙ্গায় সজনী মহিলা কল্যাণ সংস্থায় সনদপত্র বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাংসদ বেগম আখতার জাহান।
অনুষ্ঠনের বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আকতার রেনী। সজনী মহিলা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদকা হাসি বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুন্তাজ আহম্মেদ, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।