বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ১৩২টি ভারতীয় মোবাইল ফোন ও একটি ট্রাকসহ ট্রাক চালক ভারতীয় নাগরিক সোলেমান আলীকে আটক করেছে বিজিবি। তিনি মালদহ জেলার ইংলিশবাজার নরেন্দ্রপুর গ্রামের আজিজুল আলীর ছেলে।
শনিবার (৭ জানুয়ারি) রাতে বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ জানুয়ারি) বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে ১৩ বিজিবির সদস্য সোনামসজিদ কাস্টমস কর্মকর্তাসহ ৫জন সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৬মেইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহজনকভাবে একটি ভারতীয়পন্যবাহী ট্রাক তল্লাশী করে চালকের বসার উপরের বক্স হতে বিভিন œধরনের ১৩২টি ভারতীয় মোবাইল ফোন এবং একটি ট্রাকসহ ভারতীয় নাগরিক ট্রাক চালক সোলেমানকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত সোলেমান আলিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।