রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক এলাকায় রেজিস্ট্রেশনবিহীন ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ১৪ জনকে ৫ হাজার ৩’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। জানা গেছে, উপজেলার সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক এলাকার সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় লাইসেন্স বিহীন, হেলমেট বিহীন, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালানোর অপরাধে ১৪ জনকে ৫ হাজার ৩’শ টাকা জরিমানা করে। একই সাথে চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আইন মেনে চলাসহ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন বিআরটিএ’র সহকারী পরিচালকসহ ৫৯ বিজিবি’র সদস্য ও পুলিশ সদস্যরা।