মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে একটি বিদেশি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩৭ বোতল ভারতীয় মদসহ প্রসেনজিৎ কর্মকার (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দিজেন কর্মকারের ছেলে। শনিবার (১১ মে) দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার রাতে সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় একটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩৭ ভারতীয় মদসহ প্রসেনজিৎ কর্মকারকে আটক করে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।