সোনামসজিদ সীমান্তে ২৯৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ হাজার ৯৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ভোররাত ৩টায় বালিয়াদিঘী এলাকায় মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত ৩টায় সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ১৮৫/১৭-এস এলাকার বালিয়াদিঘী এলাকায় মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চটের বস্তার মধ্যে ২ হাজার ৯৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহের জানান, উদ্ধার কৃত ফেন্সিডিলের প্রতি বোতলের মূল্য ৪শ টাকা হিসাবে ফেন্সিডিলের মূল্য ১১লাখ ৮৮হাজার ৮শ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ