রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
সোনামসজিদ স্থলবন্দরে গত শনি ও রোববার আমদানি-রফতানি বন্ধ থাকার পর গতকাল সোমবার সকাল থেকে আবারো বন্দরে আমদানি-রফতানি শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি রাম চন্দ্র ঘোস পরলোক গমন করায় তার প্রতি শোদ্ধা জানিয়ে মহদিপুর স্থলবন্দর ও সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।
অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও অন্যান্য কাজ স্বাভাবিকভাবে চলছিল। তবে গতকাল থেকে বন্দরের সকল কার্যক্রম আবারো শুরু হয়েছে বলে জানান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার মঈনুল ইসলাম।