সোনার দেশের আইটি পরামর্শক সবুজের মোটরসাইকেল চুরি

আপডেট: জানুয়ারি ১৭, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



দৈনিক সোনার দেশ এর আইটি পরামর্শক সবুজ মার্জানের মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সোনার দেশ কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। সবুজ মোটরসাইকেল চুরির ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি দৈনিক সোনার দেশ কার্যালয়ে আসেন। এরপর মোটরসাইকেলটি সোনার দেশ কার্যালয়ের নিচ তলায় রেখে উপরে ওঠেন। দায়িত্ব পালন শেষে তিনি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি নিচে নেমে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। মোটরসাইকেলটি বাজাজ কোম্পানির (সিটি) একশ সিসির। রঙ নীল। হারানোর পর সবুজ ও সোনার দেশ এর তার সহকর্মীরা আশেপাশের এলাকায় অনেক খোঁজ করেও সন্ধান পান নি।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, মোটরসাইকেলের মালিক সবুজ থানায় অভিযোগ করেছেন। বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। হারিয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেছে।