সোনালী ব্যাংকের বিজয় দিবস উদযাপন

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ২:৪৫ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যনেজার’স অফিস, রাজশাহীর অফিস প্রাঙ্গণে বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সমবেতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যনেজার’স অফিস, রাজশাহীর এর পক্ষ থেকে অদ্য শরিবার (১৬ ডিসেম্বর) মহান স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপনসহ বঙ্গবন্ধু চত্বর, সিএন্ডবি মোড়, রাজশাহীতে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন জেনারেল ম্যনেজার’স অফিস, রাজশাহীর জেনারেল ম্যানেজার মীর হাসান মোহা. জাহিদ ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহাদত হোসেন, প্রিন্সিপাল অফিস, রাজশাহীর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ কামরুজ্জামান এবং কাজী মেহেদী হাসান, আবু খালেদ মোঃ ইব্রাহিম, আহমেদ তারিক হাসান, মো. মুনিরুল ইসলাম, জনাব বিভূতি ভূষণ মন্ডল, মো. মনিরুজ্জামান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, রাজশাহী এবং সোনালী ব্যাংকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ