সোনা-রুপা নয়, চুরি যাচ্ছে বস্তা বস্তা রসুন!

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :রসুনের দাম আকাশছোঁয়া, তাই সোনা-রুপা ছেড়ে এবার বস্তা বস্তা রসুন চুরি করে পালাচ্ছে চোর। কয়েক সপ্তাহ ধরে ভারতের মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশে রসুনের চড়া দাম মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলেছে। তবে সম্প্রতি উজ্জয়িনীর এক ঘটনায় বিস্মিত হয়েছেন নেটাগরিকরা। বস্তা বস্তা রসুন চুরি করে পালিয়ে গেছে চোর, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিও অনুযায়ী উজ্জয়িনীর এক কৃষকের জমি থেকে চার-পাঁচ বস্তা রসুন চুরি করে পালিয়েছে চোর। মধ্যরাতেই হয়েছে এই চুরির ঘটনা। রাত ১০টা অবধি জমিতে পাহারা দিয়েছেন কৃষক। পরের সপ্তাহেই জমির সমস্ত রসুন বিক্রি করে দেবেন বলে সিদ্ধান্ত ছিল কৃষকের। রসুনের বাজারমূল্য এখন অনেকটাই বেশি, তাই ভাল উপার্জনের আশা করেছিলেন ওই কৃষক।

তবে চোরের উপদ্রবে কৃষকের সব পরিকল্পনাই ভেস্তে গেল। তিনি সকালে উঠে দেখেন, মাঠে আর রসুনের অবশিষ্ট নেই।
এ ঘটনা শুধু মধ্যপ্রদেশেই নয়, আমদাবাদেও একই রকম একটি ঘটনা ঘটে। চোরেরা একটি কৃষি উৎপাদন ও বাজার কমিটি থেকে প্রায় ১৪ বস্তা রসুন চুরি করে নিয়ে গেছে বলে খবর। প্রতিটি বস্তার ওজন ছিল প্রায় ১৮০ কেজি। পাইকারি বাজারে যার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

গোবিন্দ সাভানসা নামের এক ব্যক্তি এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভেজালপুর পুলিশের কাছে এফআইআরে তিনি বলেছেন, ‘‘আমি পেঁয়াজ এবং রসুনের পাইকারি ব্যবসা চালাই। ৩ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে মধ্যপ্রদেশ থেকে ১০ কেজি রসুনের ১০৫টি বস্তা আনি আমি। রাত ৮টায় রসুনের বস্তাগুলি জামালপুর বাজারে নিয়ে যাওয়ার সময় আমার কর্মীরা লক্ষ করে, ১৪টা বস্তা নেই সেখানে।’’
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ