সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনের উত্তরাঞ্চলে একই পরিবারের ৯ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে সাদা শহরের দক্ষিণ-পশ্চিমে মাহদা জেলার তাহা আল-ধারাফি এলাকায় হামলায় নিহতদের মধ্যে তিনজন শিশু এবং তিনজন নারী রয়েছে।
হামলার সময় ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। খবর আল জাজিরার।
ইয়েমেনের একজন চিকিৎসক জানান, আমরা শত্রুদের অপরাধের হিসাব করে রাখছি; কোনো ভাবেই তাদের ভুলে যাব না। শিগগিরই অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসা হবে, ইনশাল্লাহ।
নিহতদের পরিবারের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলার সময় ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। তাদের মরদেহ এখন মর্গে রাখা হয়েছে। তবে ইয়েমেনে হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সৌদি কর্তৃপক্ষ। বেসামরিক জনগণকে টার্গেট করা তাদের উদ্দেশ্য নয় বলে জানিয়েছে সৌদি। সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, শুক্রবার প্রাইভেটকারের ওপর দ্বিতীয় বিমান হামলায় ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।