সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৪৬ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


সম্প্রতি স্পেন থেকে  ৩০০ কন্টেনার বিস্ফোরক কিনেছে সৌদি সরকার। পরিবেশ সুরক্ষার  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গ্রিনপিস আশঙ্কা করছে, যুদ্ধ সংক্রান্ত আইনকানুন লঙ্ঘন করে ইয়েমেন যুদ্ধে ওই বিস্ফোরকগুলো ব্যবহার করা হবে। এজন্য উদ্বেগ প্রকাশ করেছেন তারা। যুদ্ধাপরাধ সংঘটনের আশঙ্কায় তারা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, স্পেন সরকারকে এক চিঠির মাধ্যমে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এই অস্ত্রগুলো বিক্রির ফলে সৌদির যুদ্ধাপরাধ ঘটানোর সম্ভাবনা বেড়ে গেল।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতাকরে সংস্থাটির মুখপাত্র আলেবের্তো স্টিভেন্স বলেন,  ‘সৌদি আরব তাদের প্রতিশ্রুতি ঠিক রাখবে কিনা আমরা সে ব্যাপারে সন্দিহান।’ এজন্য স্প্যানিশ সরকারকে অস্ত্র বিক্রি করার্ থকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বলে জানায় এই সংস্থা।
সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর স্পেনই সৌদি আরবে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করে। এরমধ্যে রয়েছে ফাইটার জেট, মর্টার ও গুলি।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনকে উদ্ধৃত করে স্টিভেন দাবি করেন, ইয়েমেনে সৌদি আরব ও হাউতি দুই পক্ষই স্প্যানিশ এই অস্ত্রগুলো ব্যবহার করছে।
তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ