সৌদি আরবে গৃহকর্মী মর্জিনা হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১২:২৪ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


সৌদি আরবে গৃহকর্মী মর্জিনা হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করে স্বজনরা-সোনার দেশ

সৌদি আরবে নির্যাতন করে মর্জিনা আক্তার নামের এক গৃহকর্মীকে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে তার স্বজনরা। গতকাল শনিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধননে শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তরা বলেন, নিহত মর্জিনা লাশ ফেরৎ আনাসহ সকল প্রবাসীদের ওপর নির্যাতন ও হত্যার সঠিক তদন্ত করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করাতে বাংলাদেশ সরকারে প্রতি দাবি জানান।
প্রসঙ্গত, গত মে মাসে গৃহকর্মী হিসেবে মাসিক ৮শ রিয়াল চুক্তিতে সৌদি আরবের ইজারা ইন্টারন্যাশনালের মাধ্যমে মেসার্স পপুলার ইন্টারন্যাশনাল এ মর্জিনা সৌদি আরব যায়। সেখানে এক বাসায় কাজ পায় মর্জিনা। গত সোমবার মর্জিনাকে ওই বাড়ির মালিক তুচ্ছ ঘটনায় নির্যাতনের এক পর্যায়ে তার মৃত্যু হয়। নিহত মর্জিনা নওগাঁ সদর উপজেলার গোয়ালী গ্রামের আয়েন উদ্দিনের মেয়ে।