সৌদি আরবে চালু হয়েছে দেশের প্রথম আর্ট কলেজ

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক: প্রথম আর্ট কলেজ চালু করল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রাজধানী রিয়াধের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে এই আর্ট কলেজ চালু করা হয়েছে। দেশটির সংস্কৃতি মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় এই কলেজের জন্ম হল।

রবিবার বিশ্ববিদ্যালয়ের থিয়েটারে ‘কলেজ অব আর্টসের’ উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী হামেদ বিন মোহাম্মদ ফয়েজ এবং কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. বদরান আল–ওমর। অনুষ্ঠানে ছিলেন দেশটির সংস্কৃতি ও শিল্প অনুরাগীরা। এই কলেজে ডিজাইন, পারফর্মিং আর্টস এবং ভিজ্যুয়াল আর্ট বিষয়ক বিভাগ থাকবে বলে জানা গেছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ