মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় স্কুলছাত্রী অপহরণের পর ধর্ষণ ঘটনায় গ্রেফতারকৃত ধর্ষক আবদুর রাজ্জাকের (৩৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় বেসরকারি সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পল্লি সমাজ ও এনিমেটরের উদ্যোগে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন পল্লি সমাজের সভাপ্রধান মমতাজ বেগম ও বিলকিস বানু, সদস্য সেকেন্দার আলী, এনিমেটর মোসলেমা খাতুন ও আবদুল মান্নান, অধিকারসেবী আবদুল জব্বার, বেলি খাতুন, শাহনাজ পারভীন ও নাদিরা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক আবদুর রাজ্জাক বৈবাহিক জীবনে অন্তত ১০ নারীকে সর্বশান্ত করেছে। একটি গণমাধ্যম সংস্থার পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করে একের পর এক নারীদের বিয়ে করেন তিনি। কিছুদিন ঘরসংসার করার পর তাদের ছেড়ে দিয়ে আবারও অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন। এর ধারাবাহিকতায় তার ১১ নম্বর শিকারে পরিণত হয় দশম শ্রেণির এক শিক্ষার্থী। বিয়ের প্রলোভনে ওই শিক্ষার্থীকে কৌশলে অপহরণের পর একটি বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করে আবদুর রাজ্জাক। মানববন্ধন থেকে এ ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
এর আগে গত ২৯ জুলাই রাত ৯টার দিকে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে কাজি অফিসে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মোটরসাইকেলে তাকে অপহরণ করে আবদুর রাজ্জাক। পরে মান্দা উপজেলার হোসেনপুর গ্রামে আশরাফুল ইসলাম মাহানের বাড়িতে আটকে রেখে তাকে রাতভর ধর্ষণ করা হয়। ৩০ জুলাই রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও ধর্ষক রাজ্জাককে আটক করে পুলিশ। ওই ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়। ধর্ষক রাজ্জাক মান্দা উপজেলার দক্ষিণ পরানপুর গ্রামের রিয়াজ উদ্দিন সরদারের ছেলে।