চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল হোসেন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র তাজিমুল হক তাজমুল হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মামলার পৃথক অপর ধারায় (২০১) দন্ডিত ওই দু’জনকে ৩ বছর করে কারাদণ্ড,১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ডের আদেশও দেয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, দুই ধারার দন্ড একত্রে চলবে।

স্কুলছাত্র হত্যা মামলায় দণ্ডিতরা হল- নাচোলের শ্রীরামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রুবেল হোসেন (২১) ও একই গ্রামের নিয়ামুল হকের ছেলে হযরত আলী(২১)। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: রবিউল ইসলাম রুবেলের উপস্থিতিতে ও হযরতের অনুপস্থিতিতে (পলাতক) রায় প্রদান করেন। মৃত তাজমুল গোমস্তাপুরের কালুপুর গ্রামের মোস্তাক আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম জানান, ২০২০ সালের ১৯ নভেম্বর অটোরিক্সা ছিনতাইয়ের জন্য নাচোলের চিনিশল্লা গ্রামের একটি বাড়িতে নাচোলে নানার বাড়িতে থেকে পড়াশুনা করা ও অবসরের অটোরিক্সা চালক তাজমুলকে তার অটোরিক্সাসহ নিয়ে যায় দণ্ডিতরা। ওই বাড়িতে তারা তাজমুলকে হত্যা করে। এ ঘটনায় পরদিন তাজমুলের নানা শ্রীরামপুর গ্রামের আব্দুল ওহাব নাচোল থানায় মামলা করেন। ২০২১ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার উপ-পরিদর্শক গোলাম রসুল অভিযোগপত্র জমা দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ