শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
আর পাঁচটা সাধারণ দিনের মতোই স্কুলে পড়াশোনায় মগ্ন ছাত্রছাত্রীরা। আচমকা কয়েকজন শ্রমিক স্কুলের মধ্যে একটি বড় পাথর এনে হাজির হন। তারপরেই ছড়াল ব্যাপক চাঞ্চল্য। ওই পাথর জুড়েই রয়েছে ছোট ছোট ডাইনোসরের পায়ের ছাপ। কয়েক কোটি বছর পুরনো সেই পাথরটি দেখে বিজ্ঞানীদের চোখ ছানাবড়া হয়ে গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাথরটি পাওয়া গেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি স্কুলের সামনে থেকে। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের জীবাশ্মবিদ অ্যান্থনি রোমিলিও জানিয়েছেন, পাথরের অংশটি স্কুলের গেটের সামনে থেকে পাওয়া গিয়েছিল। ওই পাথরটিতেই ডাইনোসরের ৬০টির বেশি পায়ের ছাপ দেখা গেছে। বিষয়টি ঘিরে বিশেষজ্ঞদেরও চোখ কপালে। কারণ এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় ডাইনোসরের কোনও হাড়গোড় পাওয়া যায়নি।
অ্যান্থনি রোমিলিও আরও জানিয়েছেন, এই ডাউনোসরের দু’টি পা। এরা সাধারণত গাছ, লতাপাতা খেত। পায়ের ছাপগুলি অন্ততপক্ষে ২০০ মিলিয়ন অর্থাৎ ২০ কোটি বছরের পুরনো। কোনও খড়স্রোতা নদীর মধ্যে যাতায়াতের সময় পায়ের ছাপগুলি পড়তে পারে। ২০০২ সালে পাথরের অংশটি খুঁজে পাওয়া গিয়েছিল। কয়েক দশকের গবেষণার পর ডাইনোসরের আসল পায়ের ছাপ বলেই চিহ্নিত করেছেন অ্যান্থনি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন