সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক:বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মঙ্গলবার (৫ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ রয়েলের সেঞ্চুরির সুবাদে ২৩০ রানের বিশাল ব্যবধানে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজকে হারায়।
স্কুল ক্রিকেটে টস জয়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৩১৬ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ইমরান ৩০, রয়েল ১২৮ ও কাসেম ৪৫ রান করেন। বিপক্ষে বিশাল ৩৯ রানে ২টি ও রুপোস ৪৫ রানে ৩টি উইকেট নেন। । জবাবে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ব্যাট করতে নেমে ২৩ ওভারে ৮৯ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ তাসনিম ৩৪ রান করেন। বিপক্ষে তৌসিফ ১২রানে ২টি,সিয়াম ৩৪ রানে ৪টি ও কাসিদ ২০ রানে ২টি উইকেট নেন।