শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:নাটোরে ইট ভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোঃ জীবন (১৩) নামে এক পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার (৪ মার্চ) রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার জংলী এলাকায় মৃত্য খলিল মৃধার ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত জীবন উপজেলার একডালা পশ্চিমপাড়া (মেন্দিতলা) এলাকার হযরত আলীর ছেলে। নিহত জীবন মাটিয়াপাড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
নিহত জীবনের বড় ভাই মামুন হোসেন জানান, গত সোমবার সন্ধার পরে বাড়ির সামনে মোবাইলে গেমস খেলছিল জীবন। এসময় স্থানীয় ট্রাক্টর চালক তার সহকারী হিসাবে জীবনসহ অন্য একজনকে সঙ্গে নিয়ে জংলী এলাকায় মৃত খলিল মৃধার ইটভাটায় মটি সংগ্রহ করতে যায়। রাত ৮টার দিকে ওই ইটভাটার সামনে পৌঁছালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে চালিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জীবন গরীব ঘরের ছেলে মাঝে-মধ্যে ইটভাটার ট্রলিতে সহকারী হিসাবে কাজ করত। ওইদিন সে স্থানীয় ট্রাক্টর চালকের সহকারী হিসাবে জীবনসহ অন্য একজন কাজ করতে গিয়ে নিহত হয়। কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে।