স্টারলাইনারের ‘অদ্ভুত শব্দ’, বুচ-সুনীতার পৃথিবীতে ফেরা নিয়ে বাড়ছে ধোঁয়াশা

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


প্রযুক্তিগত ত্রুটি নিয়ে সমস্যা। জুন মাস থেকে তৈরি হয়েছে এই সমস্যা। এরফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে গিয়েছে বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুল। এখানেই রয়েছেন বুচ ইউলমোর এবং সুনীতা ইউলিয়ামস। জানা গিয়েছে স্টারলাইনার নাকি হঠাৎ অদ্ভুত শব্দ করছে।

শনিবার সুনীতার সঙ্গী বুচ এই শব্দ শুনতে পান। মহাকাশযানের ভিতরের একটি স্পিকার থেকে এই শব্দ আসছিল। নাসা জানিয়েছে, হিউস্টনের মিশন কন্ট্রোলকে ইউলমোর বলেছেন, স্টারলাইনার সম্পর্কে একটি কথা জানানোর আছে। স্পিকার থেকে অদ্ভুত শব্দ আসছে। কেন এই শব্দ আসছে তা বোঝা যাচ্ছে না। তবে এই শব্দের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

বুচ ও সুনীতা ৫ জুন বোয়িং-এর স্টারলাইনারে চড়ে যাত্রা করেন। কিন্তু ফিরিয়ে আনার সময় বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলের ‘থ্রাস্ট’-এ প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে হিলিয়াম লিকও কাজ করা বন্ধ করে দেয়। ফলে আট দিনের মিশন বাড়িয়ে করা হয় আট মাস। সমস্যা এতটাই গুরুতর ছিল যে, নাসা ক্যাপসুলটিকে স্টেশনে আনতে বাধ্য হয়েছিল। সেই সময় ক্যাপসুলটিকে নিয়ে কী করা হবে, তা নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন ইঞ্জিনিয়ররা। তার উপর হঠাৎ আসা এই শব্দ নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন