বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী জেলা ত্রীড়া সংস্থার অর্থায়নে ও জেলা কুস্তি সমিতির ব্যবস্থাপনায় গতকাল জেলা জিমনাসিয়ামে প্রায় ১২০জন প্রতিযোগি নিয়ে দুই দিনব্যাপী কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সমিতির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. সেলিম শেখ। সার্বিক দায়িত্ব পালন করেন সমিতির সম্পাদক মো. সিরাজুল ইসলাম। এ সময় এস এম আরিফ রতন, মো. তৌফিকুর রতনসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে পুরুষ বিভাগে ২০ কেজি ওজন শ্রেণিতে সৌরভ, ৩০ কেজিতে মুস্তাকিম, ৩৫ কেজিতে সবুজ, ৪০কেজিতে বিপ্লব হোসেন, ৪৫ কেজিতে নুরুননবী শাকিল, ৬০ কেজিতে মো. নেহাল, ৬৬ কেজিতে মো. সুভো, ৮৪ কেজিতে মো. রিপন, +৮৪ কেজিতে মাসুদ রানা, নারী বিভাগে ২৫ কেজিতে পাচকলিন, ৩০কেজিতে মোসা. লাইলা, ৩৬কেজিতে মাডিয়া, ৪০ কেজিতে মোসা. বর্ষা খাতুন, ৪৮ কেজিতে মোসা. ইতি, ৬০ কেজিতে মো. জৌতি খাতুন ১ম স্থান অর্জন করেন।