স্থানীয় কুস্তি প্রতিযোগিতাড শিরইল কলোনী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

আপডেট: নভেম্বর ১৯, ২০১৬, ১১:১৩ অপরাহ্ণ


ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে এবং জেলা কুস্তি  সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত স্থানীয় কুস্তি প্রতিযোগিতা শেষ হয়েছে। শিরইল কলোনী স্পোর্টিং ক্লাব ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য ১ টি ও তা¤্র ২টি সহ মোট ১০টি পদক নিয়ে চ্যাম্পিয়ন এবং ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তা¤্রসহ মোট ৯টি পদক নিয়ে ঈগলেটস ক্লাব রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল সন্ধ্যায় জেলা কুস্তি সমিতির সভাপতি মো. সেলিম শেখের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থানীয় কুস্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক ও রাজশাহী জেলা  ভলিবল সমিতির সম্পাদক এটিএম. হাফিজুল ইসলাম মুননু। এসময় অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক (প্রশাসন) মো. খায়রুল আলম ফরহাদ, নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম সরকার, জেলা হকি সমিতির সম্পাদক তৌফিকুর রহমান রতন, হ্যান্ডবল লীগ ও প্রশিক্ষণ পরিচালনা কমিটির আহ্বায়ক এস.এম. আরিফ রতন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন জেলা কুস্তি সমিতির সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ