মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
স্থানীয় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লালমনের সেঞ্চুরির সুবাদে বিশাল জয় পেয়েছে অ্যালাইড ক্লাব। গতকাল মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তারা ১৪০ রানের বিশাল ব্যবধানে দিগন্ত প্রসারী সংঘকে হারিয়েছে। টসে জিতে অ্যালাইড ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ২২৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ লালমন ১০৩, নাহিদ ৩২ ও মারুফ ৪২ রান করেন। বিপক্ষে দলের নির্ঝর ২৫ রানে ৩টি, ফয়সাল ৪৫ ও তহিরুল ৪০ রানে ২টি করে উইকেট নেন। জবাবে দিগন্ত প্রসারী সংঘ ৪৩ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ তহিরুল ১৭ রান করেন। প্রতিপক্ষ দলের রকি ২০ রানে ৩টি সজল ৬ রানে ৪টি উইকেট নেন। আজকের খেলায় মুখোমুখি হবে শিরোইল ক্রিকেট ক্লাব ও কাজিহাটা স্পোর্টিং ক্লাব।