স্থানীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ৬টি খেলা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২৪, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


রাজশাহী জেলা জিমনাসিয়ামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় গতকাল ৬টি খেলা অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব ১৪ বছর বালক এককে আরিদ ২-০ সেটে রিফাতকে,বালক দ্বৈতে দিপ ও তানজিম জুটি ২-০ সেটে কানজিদ ও সাইদ জুটিকে, ১৮ বছর বালক বালক এককে মারুফ ২-০ সেটে আবিরকেক, রিফাত ২-১ সেটে কাফিকে, পুরুষ এককে বাবু ২-০ সেটে রোহানকে, পুরুষ দ্বৈতে সাগর ও মারুফ জুটি ২-০ সেটে আমাস ও মঞ্জু জুটিকে হারিয়ে পরবতী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।