স্বতন্ত্র প্রার্থীর থেকে টাকা নেয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার আটক

আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


জামালপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহিনুজ্জামানের পক্ষে টাকা নেয়ার অভিযোগে এক সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করেছে জনতা। ওই অফিসার শশারিয়াবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী সুপার কুদরতে খোদা আইয়ুব আলী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ৭ জানুয়ারি ৯২টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার, পোলিং এজেন্টসহ ভোটগ্রহণের সব সরঞ্জামাদি দিয়ে প্রতিটি কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়।

শনিবার রাত ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থী শাহিনুজ্জামানের ৩ কর্মীসহ সহকারী প্রিসাইডিং অফিসার কুদরতে খোদা আইয়ুব আলী চৌধুরীকে ২৫ হাজার টাকাসহ ধরে ফেলেন জনতা। তারা হলেন- শিক্ষক কুদরতে খোদা আইয়ুব আলী চৌধুরী, শাহিনুজ্জামান সমর্থিত বাবু, লাভলু ও বুরহান।

এ বিষয়ে দলীয় কার্যালয়ে দ্রুত সংবাদ সম্মেলন করে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, সরকার অবাধ নিরপেক্ষ নির্বাচনে যেখানে বদ্ধপরিকর, সেখানে স্বতন্ত্র প্রার্থী শাহিনুজ্জামান কালো টাকার বিনিময়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমরা তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে যাচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ