স্বতন্ত্র প্রার্থী শফিকের সমর্থকদের ওপর হামলায় ৮ জন আহত

আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :


নাটোর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের সমর্থকদের ওপর প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হামলায় আটজন আহত হয়েছেন। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬:৩০ টার দিকে সিংড়া উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় দু’টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহতরা হলেন- জুয়েল হোসেন, ফারুক হোসেন, সোহান আলী, শামীম হোসেন, সালাম খান, রনি হোসেন, ফরিদ আলী ও সালাম আলী। আহতদের মধ্যে চারজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সাতপুকিয়ায় নৌকা সমর্থক ও ঈগল পাখির সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি।
উল্লেখ্য, আসনটিতে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।