বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নূরিতা নূসরাত খন্দকার
ভাবনার ডালে ডালে
আমার স্বপ্ন থাকে ঝুলে
কোনোটা পাকে
কোনোটা বা মুকুলেই যায় ঝরে
আর বাকি সব?
নাগালেরও উর্ধ্বে
যেখানে সুখের বর্ষা-বসন্ত-ঝড় ওঠে
দুলে দুলে…