স্বস্তি নিয়ে বাংলাদেশ সফরে চোখ স্মিথ-ওয়ার্নারদের

আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১:২৪ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


দুদিন আগে কি বলেছিলেন স্টিভেন স্মিথ? কিংবা ডেভিড ওয়ার্নারের স্ত্রী? অস্ট্রেলিয়ান অধিনায়ক তখনো বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চিত। জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাদের দাবি না মানা পর্যন্ত বাংলাদেশ সফরের প্রশ্নই আসে না। সহ অধিনায়ক ওয়ার্নারের স্ত্রী বলেছিলেন, বোর্ডের সাথে নতুন চুক্তি না হলে তার স্বামী ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়রা খেলাতেই নামবেন না। বৃহস্পতিবার বড় এক লড়াই শেষে ক্লান্তির চেয়ে স্বস্তি এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। বোর্ডের সাথে সব ঝামেলা মিটেছে। এখন তারা বাংলাদেশ সফরের মানসিক প্রস্তুতির কথাও জানিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
১৮ আগস্ট অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে পা রাখার কথা। তারপর দুই টেস্টের সিরিজ। কিন্তু ঝুলে গিয়েছিল তা। বোর্ডের দেওয়া চুক্তির প্রস্তাব মানেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এক মাস বেকার থেকেই লড়ে গেছেন। নিজেদের দাবি আদায় করে ইতিহাসে নতুন এক উদাহরণ সৃষ্টি করে গেছেন। বাংলাদেশ সফরের ওপর থেকে কালো মেঘটা তাতেই সরে গেছে। এর এমন দিনে দ্রুতই টুইটারে ঢুকেছেন স্মিথ। লিখেছেন, ‘চুক্তিটা হলো বলে অসাধারণ লাগছে! দীর্ঘ এক চ্যালেঞ্জিং প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলাম। এখন সবচেয়ে খুশির ব্যাপার হলো যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই খেলায় ফিরতে পারছি।’ এর সাথে সামনের সফর নিয়ে লিখেছেন, ‘এখন বাংলাদেশ ও ভারত সফর আর রোমাঞ্চকর গ্রীষ্মকালিন অ্যাশেজের অপেক্ষায়।’
বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করা সামনের যোদ্ধাদের একজন স্মিথ। তার ডেপুটি ওয়ার্নারও কাঁধে কাঁধ লাগিয়ে লড়ে গেছেন। আর শেষ পর্যন্ত বিজয় যখন আসলো তখন খেলায় ফিরতে আর তর সইছে না তার। ওয়ার্নারের টুইট, ‘মাঠে ফিরে যা আমরা ভালোবাসি সেই ক্রিকেট খেলতে মুখিয়ে আছি। সহায়তা যারা করেছেন সবাইকে ধন্যবাদ।’ কোচ ড্যারেন লেমান লিখেছেন, ‘এখন মহান খেলাটায় ফেরার সময়।’