স্বাচিপ সমর্থিত প্যানেল পরিচিতি

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১১:১৮ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


‘রাজনীতি যার যার, বিএমএ সবার’ এ অঙ্গীকার নিয়ে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নির্বাচন-২০১৬’র স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সমর্থিত প্যানেলের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান অডিটোরিয়ামে এ প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়।
বিএমএ রাজশাহী শাখার সভাপতি ডা. এসআর তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমানের সঞ্চালনায় পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য দেন, স্বাচিপ সমর্থিত প্যানেলের সভাপতি পদপ্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব পদপ্রার্থী ডা. এহতেশামুল হক চৌধুরী, সহসভাপতি পদপ্রার্থী ডা. কনক কান্তি বড়–য়া, ডা. মোস্তফা আলম (নান্নু), উপাধ্যক্ষ ডা. নওশাদ আলী প্রমুখ।
বক্তারা আগামি ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিএমএ নির্বাচনে ‘শেখ হাসিনার স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়নে ও একটি কার্যকর বিএমএ গড়ে তোলার লক্ষে’ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন-ডা. ইহতেশামুল হক চৌধুরী পরিষদকে বিজয়ী করার আহ্বান জানান। এসময় রামেকের অধ্যক্ষ ডা. আনোয়ার হাবীব, সাবেক অধ্যক্ষ ডা. মাসুম হাবিব, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আশিষ কুমার সাহা, বিএমএ ও স্বাচিপের নেতৃবৃন্দ এবং অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ