স্বাধীনতার গুরুত্ব বোঝাতে বাংলাদেশের উদাহরণ টানলেন ভারতের প্রধান বিচারপতি

আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ভারতের স্বাধীনতা দিবসে স্বাধীনতার গুরুত্ব বোঝাতে এবার বাংলাদেশের সাম্প্রতি ঘটনাবলীর উদাহরণ টানলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী স্বাধীনতার মূল্যকে স্মরণ করিয়ে দেয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর চন্দ্রচূড় বলেন, বাংলাদেশে আজকে যা ঘটছে, তা পরিষ্কারভাবে- স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা-বোঝা দরকার।

তিনি আরও বলেন, স্বাধীনতা দিবস আমাদের সংবিধানের সমস্ত মূল্যবোধ উপলব্ধি করার ক্ষেত্রে একে অপরের প্রতি এবং জাতির প্রতি দেশের জনগণের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়।

এ সময় ভীমরাও আম্বেদকর, জওহরলাল নেহরু, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, গোবিন্দ বল্লভ পন্থ, দেবীপ্রসাদ খৈতান, স্যার সৈয়দ মহম্মদ সাদুল্লাহসহ ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়া আইনজীবীদের প্রতি শ্রদ্ধা জানান ডি ওয়াই চন্দ্রচূড়।