স্বাধীনতা আমি

আপডেট: মার্চ ২৬, ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণ

প্রভাষ চন্দ্র সরকার:


স্বাধীনতা আমি , এসেছি রক্তগঙ্গা পার হয়ে
অগণিত লাশের পাহাড় ডিঙ্গিয়ে
এক মহান নায়কের ভাষনে উদ্ভুদ্ধ জনতার
সবুজের মাঝে লাল পতাকা রাঙ্গিয়ে।।
নব-বধুর অশ্রুশিক্ত বিদায়ে
লাখ স্বামীর রক্তের বিনিময়ে
খোকাহারা মায়ের আচঁল ভিজিয়ে
সম্ভ্রমহারা বোনের হৃদয় কাঁদিয়ে,,
পিচ ঢালা কালো রাস্তা লাল করে
হাজারো মেধা মনন বিলীন করে।
বাঙ্গালীর ভালো বাসার দাম নিয়ে
দুনিয়ার মানুষকে অবাক করে।।
অর্ধশত বর্ষ আমি আজ,
কোটিবর্ষের প্রত্যয় নিয়ে !
মাঠের কৃষকের হাসিতে
কুলি মজুরকে তৃপ্তি দিয়ে।।
নতুন প্রজন্মকে সাথে নিয়ে
বাঁচব বাংলায় স্বাধিকার দিয়ে।।